News71.com
 Bangladesh
 09 Feb 16, 09:56 AM
 818           
 0
 09 Feb 16, 09:56 AM

পাইরেটেড’ বই বিক্রির দায়ে অমর একুশে বইমেলা থেকে ঐক্য প্রকাশনীর স্টল বন্ধের নির্দেশ ।।

পাইরেটেড’ বই বিক্রির দায়ে অমর একুশে বইমেলা থেকে ঐক্য প্রকাশনীর স্টল বন্ধের নির্দেশ ।।

নিউজ ডেস্ক : পাইরেটেড’ বই বিক্রির দায়ে অমর একুশে বইমেলায় একটি প্রকাশনা সংস্থার স্টল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ঐক্য প্রকাশনী নামের এই স্টলে মাওলা ব্রাদার্স থেকে বের হওয়া অধ্যাপিকা সিদ্দিকা কবীরের ‘রান্না খাদ্য পুষ্টি’ বইয়ের পাইরেটেড কপি বিক্রি হচ্ছিল । আজ মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ওই প্রকাশনা সংস্থার স্টল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। কপিরাইট টাস্কফোর্সের প্রধান মনজুরুর রহমান এ খবর নিশ্চিত করেছেন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মনজুরুর রহমান জানান মেলার দুই প্রাঙ্গণেই অভিযান পরিচালনা করা হয়েছে। মাওলা ব্রাদার্স থেকে অভিযোগ পেয়ে মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের ঐক্য প্রকাশনীতে অভিযান চালাই। সেখানে সিদ্দিকা কবীরের বইয়ের পাইরেটেড কপি পাওয়া গেছে।” আগামিদিন অর্থাৎ বুধবারের মধ্যে ওই স্টল বন্ধের চিঠি পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি। অভিযানে পুলিশ, র‌্যাব ও কপিরাইট অফিসের কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন