নিউজ ডেস্ক : দালালের খপ্পরে পড়ার আগে প্রতারকের খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন দুই যুবক। রাজধানীর শাহবাগে ‘অজ্ঞান পার্টির’ খপ্পরে পড়ে বিদেশ যাওয়ার উদ্দেশ্যে ঢাকায় এসে সোয়া দুই লাখ টাকা খুইয়েছেন এরা। বিপদগ্রস্ত দুই যুবক যথাক্রমে মো. মোশারফ হোসেন (২২) ও খোরশেদ আলম রাশেদ (২১)। এদুজনের বাড়ি রাজবাড়ী জেলার গোয়ালন্দে।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানির ব্যস্ততম এলাকা শাহবাগ থেকে অচেতন অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে আনা হয় বলে ঢাকা মেডিকেল কলেজে। বাবুল নামে যে ব্যক্তি এই দুই যুবককে হাসপাতালে এনেছিলেন তিনি ক্ষতিগ্রস্ত খোরশেদের চাচা।
বাবুলের বয়ান অনুযায়ি জানাযায় মোশারফ ও খোরাশেদ বিদেশ যাওয়ার জন্য সকালে রাজবাড়ী থেকে ঢাকায় এসে গাবতলীতে নেমেছিলেন। কথাছিল হাতিরপুলে গিয়ে দালালের মাধ্যমে ট্রাভেল এজেন্সীতে টাকা জমা দেওয়ার । কথামত কাজ করার জন্য তারা হাতিরপুল গামী একটি বাসে উঠেছিলেন গাবতলী থেকে। আর সে বাসেই ঘটে বিপত্তি। কেউ কিছু খাইয়ে মোশারেফ ও খোরশেদকে অচেতন করে টাকা নিয়ে সটকে পড়ে।
খোরশেদের চাচা বাবুল বলেন, দুই যুবক প্রতিবেশী। তারা মালয়শিয়া যাওয়ার জন্য ২ লাখ ৩০ হাজার টাকা নিয়ে হাতিরপুলে একটি ট্রাভেল এজেন্সিতে যাচ্ছিল।