নিউজ ডেস্ক : টাকা সংগ্রহ ও ভাগাভাগিকে কেন্দ্র করে বিরোধের জের ধরে এক হিজড়ার গুলিতে অপর এক হিজড়া আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১১টার দিকে রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরে রাজউক মার্কেটের পেছনে এ ঘটনা ঘটে। আহত হিজড়া সেজুতিকে (২৮) গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সেজুতির অভিযোগ-ঘটনার সময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা সংগ্রহ করছিলেন সেজুতি ও রিনা। এসময় দুটি মোটরসাইকেলযোগে হিজড়া কচি ও শম্পার নেতৃত্বে চার জন ঘটনাস্থলে পৌঁছে হামলা চালায়। প্রথমে হাতুড়ি দিয়ে সেঁজুতির মাথায় আঘাত করে। পরে পিস্তল দিয়ে পেছন থেকে গুলি করে পালিয়ে যায়।
সেঁজুতি জানায়, উত্তরা এলাকায় টাকা সংগ্রহ নিয়ে কয়েকদিন ধরে শম্পা ও কচির সঙ্গে বিরোধ চলছিল। তাদের নির্দেশমতো না চলার কারণেই তাকে গুলি করা হয়েছে। এ বিষয়ে উত্তরা থানার উপ-পরিদর্শক আমিনুল জানান, উত্তরা এলাকার হিজড়াদের মধ্যে গুলির ঘটনা ঘটেছে বলে খবর পেয়েছি। এ বিষয়ে থানায় কোন অভিযোগ করা হয়নি।