নিউজ ডেস্ক : বিচার বিভাগ ধ্বংস হয়ে যাক তা আমরা চাই না। বিচার বিভাগ সম্পর্কে ভাল কিছু শুনলে মনটা যেমন ভরে যায় তেমনি খারাপ কিছু শুনলে মনে হয় আগেই মরে যাওয়া ভাল ছিল। মঙ্গলবার সুপ্রিম কোর্ট ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে ‘বিচার বিভাগের স্বাধীনতা ও বিরাজমান পরিস্থিতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিচারপতি মাহমুদুল আমিন বলেন, বিচারব্যবস্থা পৃথিবীর সব দেশেই আছে। তবে বর্তমানে স্বেচ্ছাচারী (অটোক্রেটিক) না গণতান্ত্রিক (ডেমোক্রেটিক) সরকারব্যবস্থায় আছি, তা আপনারা চিন্তা করবেন। গণতান্ত্রিক সরকার ক্ষতায় থাকলে জনগণের জন্য আইন করে। আর স্বেচ্ছাচারী সরকার থাকলে তার কথামতো চলতে হয়; তার সুবিধামতো আইন হয়।
বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক প্রসঙ্গে প্রাক্তন এই প্রধান বিচারপতি বলেন, তিনি এখন প্রেস কনফারেন্স করেন। এ বিষয়ে সংসদেও আলোচনা হয়। অথচ এই সংসদেই একজন নেতা তাকে বলেছিলেন স্যাডিস্ট (হতাশাগ্রস্ত)। তাহলে একজন স্যাডিস্টকে আপিল বিভাগে নেওয়া হল কীভাবে? এখন তো প্রমাণ হলো আসলেই তিনি স্যাডিস্ট। তিনি সুপ্রিম কোর্টের সর্বনাশ করছেন।
আইনজীবীদের উদ্দেশে তিনি আরও বলেন, আপনারা রাজনীতি করবেন, কিন্তু তা আদালতের বাইরে। আদালত অঙ্গনে আপনাদের পরিচয় আপনারা আইনজীবী। ন্যায়বিচার প্রতিষ্ঠায় আপনারা কাজ করবেন। জুডিশিয়ারি বাঁচাতে হলে আপনাদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে।
রাজাকারদের নাগরিকত্ব বিষয়ে তিনি বলেন, ওই আইনে আছে, একজন রাজাকার যদি থাকে তার সম্পদ তার ছেলে মেয়েরা পাবে না। রাজাকারা তো চলে গেছে ৪০-৪২ বছর আগে। আমরা যেভাবে চলছি তা তো ভবিষ্যৎ অন্ধকার মনে হচ্ছে।
তিনি বলেন, বাবার শাস্তি ছেলে ভোগ করবে? ফৌজদারি আইনে একজনের শাস্তি আরেকজন ভোগ করতে পারে না। গণতান্ত্রিক সরকারের এসব থাকার কথা নয়; জনগণের জন্য আইন হওয়ার কথা। আমরা কোথায় যাচ্ছি?
এ অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ড. কামাল হোসেন, হাইকোর্ট বিভাগের সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী, ড. শাহদীন মালিক, সুব্রত চৌধুরী, এসএম খসরুজ্জামান, জাহিদুল বারী প্রমুখ।