News71.com
 Bangladesh
 10 Feb 16, 01:05 AM
 982           
 0
 10 Feb 16, 01:05 AM

সাংবাদিকের ছেলেকে অপহরণের হুমকি দিয়ে চাঁদা দাবির অভিযোগ।।

সাংবাদিকের ছেলেকে অপহরণের হুমকি দিয়ে চাঁদা দাবির অভিযোগ।।

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা : বি বাড়িয়ার সরাইল উপজেলায় মোবাইলফোনে এক সাংবাদিকের ছেলেকে অপহরণ ও প্রাননাশের হুমকি দিয়ে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মঙ্গলবার বিকেলে সরাইল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জিডি সূত্রে জানা গেছে, আরিফ খান নামের ওই শিশুর বাবার নাম মো. আইয়ুব খান। বাড়ি সরাইল উপজেলার দক্ষিণ কালীকচ্ছ গ্রামে। তিনি সরাইল পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক। আরিফের মা হোসনে আরা বেগম কালীকচ্ছ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আইয়ুব খান শিক্ষকতার পাশাপাশি দৈনিক ইনকিলাব পত্রিকার উপজেলা সংবাদদাতা হিসেবে কর্মরত। দুর্বৃত্তরা গত সোমবার রাত সাড়ে নয়টার দিকে মুঠোফোনে আইয়ুব খানের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে আরিফকে (৬) অপহরণের হুমকি দেওয়া হয়। একাধিকবার ফোন করে একই হুমকি দেওয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন