নিউজ ডেস্ক : জনগণকে উদ্বুদ্ধ করতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী ও সংসদ সদস্যদের কর রিটার্ন দাখিলে বাধ্য করার দাবি জানিয়েছেন বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য মো. সেলিম উদ্দিন (সিলেট-৫ )। একই সঙ্গে তিনি ১৮ বছরের ঊর্ধ্বে সকল উপার্জনকারী নাগরিককে করের আওতায় আনারও দাবি জানান। গতকাল মঙ্গলবার রাতে দশম জাতীয় সংসদের নবম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান।