News71.com
 Bangladesh
 10 Feb 16, 01:42 AM
 1070           
 0
 10 Feb 16, 01:42 AM

আসন্ন ইউপি নির্বাচনে আইন শৃক্ষলা বজায় রাখাই বড় চ্যালেঞ্জ ।। উদ্বিগ্ন নির্বাচন কমিশন

আসন্ন ইউপি নির্বাচনে আইন শৃক্ষলা বজায় রাখাই বড় চ্যালেঞ্জ ।। উদ্বিগ্ন নির্বাচন কমিশন

নিউজ ডেস্ক : সারাদেশে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাটাই বড় চ্যালেঞ্জ মনে করছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কে সুষ্ট ভাবে সমপন্ন করার লক্ষে কয়েক ভাগে বিভক্ত করে তুলনামূলকভাবে অধিক সংখ্যক ফোর্স মোতায়েনের কথা ভাবছে সংস্থাটি।

ইউপি নির্বাচন একেবারে গ্রাম পর্যায়ের স্থানীয় সরকারের নির্বাচন হওয়ায় এখানে প্রায় সকল প্রার্থীই প্রভাবশালী হয়ে থাকেন। এছাড়া এখানে বংশগত, সম্প্রদায় ইত্যাদি ‘ইজম’ ব্যাপক কাজ করে। প্রার্থীদের মাঝে প্রভাব বিস্তারের ব্যাপক প্রবণতা লক্ষ্য করা যায়। ফলে সহিংসতার ঘটনাও ঘটে বেশি।

এছাড়া এবারই প্রথম ইউপিতে দলীয়ভাবে চেয়ারম্যান পদে ভোটগ্রহণ হবে। এক্ষেত্রে আরো নতুন একটি পক্ষ যোগ হয়েছে এ নির্বাচনে। সব মিলিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে বেগ পেতে হবে কমিশনকে।

ইসি’র নির্বাচন ব্যবস্থাপনা শাখার দেওয়া তথ্যমতে, দেশে নির্বাচন উপযোগী ইউপির সংখ্যা ৪ হাজার ২৭৯টি। অন্তত ১১ দফায় ভাগ করে এসব ইউপি নির্বাচন সম্পন্ন করবে ইসি। যা আগামী ২৮ মার্চের মধ্যেই শুরু হবে।

প্রথম দফায় অন্তত ৪ শতাধিক ইউপিতে ভোটগ্রহণের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আগামী সপ্তাহের মধ্যেই এসব নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

তাদের মতে, ২০০৩ সালের ইউপি নির্বাচনের সময় দুই শতাধিক হত্যাকাণ্ড ঘটেছিলো। এছাড়া ২০১১ সালের ইউপি নির্বাচনের সময়ও ব্যাপক সহিংস ঘটনায় জড়িয়ে পড়েছিলেন প্রার্থী ও তাদের সমর্থকরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন