News71.com
 Bangladesh
 10 Feb 16, 02:03 AM
 926           
 0
 10 Feb 16, 02:03 AM

পেটের মধ্যে ৯ টি সোনার বার নিয়ে শুল্ক বিভাগের কাছে আটক বিমানযাত্রী রোমান।।

পেটের মধ্যে ৯ টি সোনার বার নিয়ে শুল্ক বিভাগের কাছে আটক বিমানযাত্রী রোমান।।

নিউজ ডেস্ক : বিমানবন্দর থেকে আটক হওয়া কুমিল্লার দাউদকান্দির রোমান তালুকদার (৩৫) কে আটক করে অনেকটা বেকায়দায় শুল্ক বিভাগ। পেটের মধ্যে নয়টি সোনার বার নিয়ে শুল্ক দপ্তরের হেফাজতে দিব্যি আছেন রোমান ।

ব্যতিক্রমী এ ঘটনায় ওই ব্যক্তিকে নিজের থেকে সোনার বারগুলো বের করার চেষ্টা করতে বলেছেন কর্মকর্তারা। অন্যত্থায় চিকিৎসকের কাছে নিয়ে পেট থেকে সোনা বের করা হবে বলে তাকে জানানো হয়েছে।

রোমান কুয়ালালামপুর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মঙ্গলবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বলে শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মঈনুল খান জানিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন