নিউজ ডেস্ক : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, "তথ্য ও প্রযুক্তিগত জ্ঞান অর্জনের মাধ্যমে নতুন প্রজন্মকে আধুনিক বাংলাদেশের নির্মাতা হতে হবে। বিশ্ববিদ্যালয় হবে জ্ঞান চর্চা, গবেষণা ও নতুন জ্ঞান সৃষ্টির স্থান।" মন্ত্রী বলেন, "অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ বেশি। নিজের সাথে নিজেকে প্রতিযোগিতা করে আরও অনেক ওপরে উঠতে হবে। দেশের শতভাগ সম্পদের মালিক হচ্ছেন জনগণ, তাই তাদের কাছে রয়েছে আমাদের দায়বদ্ধতা।"
শিক্ষামন্ত্রী নাহিদ বলেন, "বিশ্ববিদ্যালয়সমূহকে গতানুগতিক ধারায় চলতে দেয়া যাবে না। শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে হবে। জ্ঞান চর্চা ও গবেষণার ক্ষেত্র তৈরি করতে হবে। এখানে বিশ্বমানের শিক্ষা প্রদান ও ভাল মানুষ তৈরি করতে হবে। কারিগরী শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে।" তিনি গতকাল বিকেলে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) মুক্তমঞ্চে কেন্দ্রীয়ভাবে ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
নবীনবরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ফায়েক উজ্জামান। বিশেষ অতিথির বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার খান আতিয়ার রহমান। অন্যান্যর মধ্যে পাঁচটি স্কুলের ডীন ও একটি ইনস্টিটিউটের পরিচালক এবং ছাত্র বিষয়ক পরিচালক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে পাঁচটি স্কুল ও ১টি ইনস্টিটিউটে নতুন ভর্তিকৃত প্রায় এক হাজার ১১৮ জন শিক্ষার্থীকে শপথগ্রহণ করান।