News71.com
 Bangladesh
 10 Feb 16, 11:49 AM
 976           
 0
 10 Feb 16, 11:49 AM

বিএপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল সফল করার জন্যজাতীয় স্থায়ী কমিটি’র প্রস্তুতি সভা আজ।।

বিএপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল সফল করার জন্যজাতীয় স্থায়ী কমিটি’র প্রস্তুতি সভা আজ।।

নিউজ ডেস্ক : বিএনপির ষষ্ঠ কাউন্সিল সামনে রেখে ‘প্রস্তুতি নিয়ে আলোচনার জন্য’ দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম ‘জাতীয় স্থায়ী কমিটি’র বৈঠক ডেকেছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বুধবার রাত সাড়ে ৮টায় গুলশানের কার্যালয়ে এ বৈঠকটি অনুষ্ঠিত হবে। জাতীয় কাউন্সিলের সফল করতে বিভিন্ন উপ-কমিটি গঠনসহ সার্বিক প্রস্তুতি কার্য্ক্রম পর্যালোচনা করতে এই বৈঠক ডেকেছেন চেয়ারপারসন। বৈঠকে বিভিন্ন উপ-কমিটি চূড়ান্ত করাসহ বেশ কিছু সিদ্ধান্ত হবে বলে জানাগেছে ।

উল্লেখ্য আগামী ১৯ মার্চ ঢাকায় বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল হবে, যার সিদ্ধান্ত আসে গত ২৩ জানুয়ারি স্থায়ী কমিটির বৈঠক থেকে। এরই মধ্যে কাউন্সিলের জন্য সরকারের কাছে সোহরাওয়ার্দী উদ্যান বা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র অথবা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তন ব্যবহারের অনুমতি চেয়েছে দলটি।

বিএনপির সর্বশেষ পঞ্চম কাউন্সিল হয়েছিল ২০০৯ সালের ৮ ডিসেম্বর, শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। তিন বছর পর পর কাউন্সিল অনুষ্ঠানের কথা থাকলেও ছ্য় বছরের বেশি সময় পর দলটির ষষ্ঠ কাউন্সিল হতে যাচ্ছে। গণপ্রতিনিধিত্ব আদেশ এবং নিবন্ধন বিধিমালা অনুযায়ী, যথাসময়ে রাজনৈতিক দলগুলোর কাউন্সিলের বাধ্যবাধকতা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন