News71.com
 Bangladesh
 10 Feb 16, 11:55 AM
 1030           
 0
 10 Feb 16, 11:55 AM

বিচার বিভাগীয় তদন্তে এসআই রতনের আচরণে উশৃঙ্খলতার প্রমান ।।

বিচার বিভাগীয় তদন্তে এসআই রতনের আচরণে উশৃঙ্খলতার প্রমান ।।

নিউজ ডেস্ক : বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে লাঞ্ছনার ঘটনায় রাজধানীর আদাবর থানার উপপরিদর্শক (এসআই) রতন কুমার হালদারের জড়িত থাকার সত্যতা পেয়েছে বিচার বিভাগীয় তদন্ত কমিটি। ঢাকা মহানগর হাকিম এমদাদুল হকের তদন্ত প্রতিবেদনে এ বিষয়টি উঠে আসে। গতকাল মঙ্গলবার এ-সংক্রান্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়। এর আগে একই ঘটনায় তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হাবিবুন নবী আনিসুর রশিদকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটি গত রোববার বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকারের কাছে রতনের অব্যাহতির সুপারিশ করে তদন্ত প্রতিবেদন জমা দেন।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, ঘটনার দিন বেলা ৩টায় মামলার বাদী ইউনিভার্সিটি থেকে বেরিয়ে বই কেনার উদ্দেশ্যে শিয়া মসজিদের দিকে রিকশাযোগে যাচ্ছিলেন। পুলিশ সদস্যরা তাকে জোর করে রিকশা থেকে নামিয়ে শিয়া মসজিদের বিপরীতে একটি ইলেকট্রিকসের দোকানে নিয়ে যান। সেখানে নেওয়ার পর এসআই রতন দোকানের সবাইকে বের করে দরজা-জানালা লাগিয়ে দেন। ওই ছাত্রীর কাছে ২০০ পিস ইয়াবা আছে বলে দাবি করেন এসআই রতন। বাদী সেটি অস্বীকার করলে রতন তাকে তার সোয়েটার খুলতে বলেন। তিনি তাতে অস্বীকার জানালে একপর্যায়ে রতন ওই ছাত্রীর সোয়েটার এবং ওড়না খুলে ফেলে তার স্পর্শকাতর স্থানে হাত দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন