News71.com
 Bangladesh
 10 Feb 16, 02:30 AM
 1006           
 0
 10 Feb 16, 02:30 AM

শেরপুরে বাঘের থাবায় মেয়র আহত ।।

শেরপুরে বাঘের থাবায় মেয়র আহত ।।

 


শেরপুর সংবাদাতা : শেরপুর জেলার জেলার শ্রীবর্দী পৌরসভার মেয়র আবু সাঈদ পাহাড়ি বাঘের থাবায় গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে প্রথমে শ্রীবর্দী এবং পরে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জেলার গারো পাহার সীমান্তে এ ঘটনা ঘটে।

জানাগেছে গারো পাহাড় থেকে একটি চিতা বাঘ নেমে এসে পৌরসভার জালকাটা মহল্লার জঙ্গলে আশ্রয় নেয়। এমন খবর পেয়ে শ্রীবর্দী পৌর সভার নব নির্বাচিত মেয়র ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আবু সাঈদ ঘটনাস্থলে ছুটে যান। এ সময় লুকিয়ে থাকা বাঘটি স্থানীয় বোরো ক্ষেতে পানি দেওয়ার মেশিন ঘর থেকে লাফিয়ে এসে মেয়রের ওপর ঝাপিয়ে পড়ে। পরে স্থানীয়রা মেয়রকে উদ্ধার করে এবং বাঘটিকে পিটিয়ে মেরে ফেলে। ধারনা করা হচ্ছে ৪ থেকে সাড়ে ৪ ফুট লম্বা চিতা বাঘটি সম্ভবত গারো পাহাড় থেকে এ লোকালয়ে নেমে আসে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন