News71.com
 Bangladesh
 10 Feb 16, 07:24 AM
 1094           
 0
 10 Feb 16, 07:24 AM

সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে পাকিস্তান : মোহাম্মদ নাসিম

সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে পাকিস্তান : মোহাম্মদ নাসিম

নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, "সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে পাকিস্তান। তারা তাদের জনগণকে অন্যদিকে নিয়ে যাওয়ার লক্ষ্যে বাংলাদেশ সম্পর্কে একের পর এক বক্তব্য দিয়ে যাচ্ছে। একাত্তরে পরাজয়ের গ্লানি থেকেই পাকিস্তান বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের চেষ্টা করছে। এমন কি তারা পার্লামেন্টেও আলোচনা করছে। আমরা আগেও প্রতিবাদ করেছি আজকেও প্রতিবাদ করতে চাই।’মোহাম্মদ নাসিম আজ বুধবার রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের সহযোগী সংগঠনের নেতাদের সাথে বৈঠকে এ কথা বলেন। কেন্দ্রীয় ১৪ দল ঘোষিত মানববন্ধন কর্মসূচি সফল করার লক্ষে সহযোগী সংগঠনের নেতাদের সাথে এই বৈঠকের আয়োজন করা হয়।

মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে পাকিস্তানের কটুক্তিপূর্ণ বক্তব্য ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির বিষয়ে অবৈধ হস্তক্ষেপ এবং মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বক্তব্যের প্রতিবাদে যাত্রাবাড়ী থেকে সায়দাবাদ পর্যন্ত আগামী ১৫ ফেব্রুয়ারি সোমবার বিকাল ৪টায় এই মানববন্ধন অনুষ্ঠিত হবে। বৈঠকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, বাংলাদেশকে অস্থিশীল করতে গুপ্ত হত্যায় মদদ দিচ্ছে পাকিস্তান। তিনি বলেন, "বাংলাদেশে পাকিস্তানের দোসর হিসেবে কাজ করছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। তার মদদেই দেশে বিশৃক্ষলা সৃষ্টি করা হচ্ছে।

এ সময়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মেদ হোসেন, আ ফ ম বাহা উদ্দিন নাছিম ও খালিদ মাহমুদ চৌধুরী, ঢাকা মহনগর আওয়ামী লীগের সহ-সভাপতি কামাল আহমেদ মজুমদার, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত রায় নন্দি ও এম এম কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন