বাগেরহাট সংবাদদাতা : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামী ১৫ ফেব্রুয়ারি সোমবার থেকে ৩ দিনের সফরে সুন্দরবন ও কুয়াকাটা যাচ্ছেন। রাষ্ট্রপতি সোমবার বিকেলে হেলিকপ্টার যোগে সুন্দরবনের হিরন পয়েন্টে পৌঁছে ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড এই বনের বিভিন্ন স্থান পরিদর্শন করবেন।
কটকা অভয়ারণ্যের টইগার পয়েন্টের জামতলা সমুদ্র সৈকত থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার অপূর্ব সুযোগসহ প্রাকৃতিক ভাবে রাত-দিন ২৪ ঘন্টায় ৬ বার তার রূপ বদলানো জীববৈচিত্র্যে ভরপুর পৃথিবীর বৃহত্তম এই ম্যানগ্রোভ বনের নয়ণাভিরাম প্রাকৃতিক সৌন্দার্য্য উপভোগ করতে ওই দিন রাতে হিরন পয়েন্ট রেস্ট হাউজে রাত্রিযাপন করবেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতি সোমবার বিকেল থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত ২৪ ঘন্টা সুন্দরবনে অবস্থান করে আদর্শ পর্যটন এলাকাগুলো পরিদর্শন ও বন্যপ্রাণীর আনাগোনা প্রতক্ষ্য করবেন। মঙ্গলবার বিকেল সুন্দরবন পরিদর্শন শেষে হেলিকপ্টার যোগে সাগরকন্য পটুয়াখালীরর কুয়াকাটায় পৌঁছে সেখানকার পর্যটন এলাকাগুলো পরিদর্শন করবেন। রাতে কুয়াকাটায় রেস্ট হাউজে রাত্রিযাপন শেষে বুধবার বিকেলে রাষ্ট্রপতি বঙ্গভবনে ফিরবেন।