News71.com
 Bangladesh
 10 Feb 16, 08:38 AM
 937           
 0
 10 Feb 16, 08:38 AM

বর্তমান সরকারের সময়ে আইন শৃক্ষলা পরিস্থিতি অতিতের যেকোন সময়ের চেয়ে ভাল আছে ।। অতিরিক্ত আইজিপি মোখলেছ

বর্তমান সরকারের সময়ে আইন শৃক্ষলা পরিস্থিতি অতিতের যেকোন সময়ের চেয়ে ভাল আছে ।। অতিরিক্ত আইজিপি মোখলেছ

নিউজ ডেস্ক : বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (এ্যাডমিন এন্ড অপারেশান) মোখলেছুর রহমান বলেছেন, বর্তমান সরকারের সময়ে আইন শৃক্ষলা পরিস্থিতি অতিতের যেকোন সময়ের চেয়ে ভাল আছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়ন দ্রুত হচ্ছে। রাজধানী ঢাকার দিকে তাকালে এখন ঢাকাকে চেনা যায় না। রাজধানী এখন দ্বিতল ঢাকায় পরিণত হয়েছে।

বাংলাদেশ পুলিশের স্বনামধন্য এই কর্মকরতা আজ বুধবার জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী বালুঝুরি বাজারে শীতার্তদের মাঝে কম্বল বিতরন শেষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসান জোবায়ের হিটলারের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জামালপুর পুলিশ সুপার নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আবু জাফর, আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ আল মোকারেছ, উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য জোহরা বেগম প্রমুখ।

মতবিনিময় সভায় অতিরিক্ত আইজিপি মোখলেছুর রহমান আরও বলেন, বাল্যবিয়ে একটি সমাজিক ব্যাধি। বাল্যবিয়ের কারণে অনেক অপরাধ হয়। তাই বাল্যবিয়ের বিরুদ্ধে সবাইকে রুখ দাঁড়াতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন