রাজশাহী সংবাদদাতা : রাজশাহী মহানগরীর নিউ গভ. ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতিসহ কয়েকজন নেতা রাজু (২৩) নামে এক পুলিশ কনস্টেবলকে পিটিয়ে আহত করেছেন। আজ বুধবার দুপুরে কলেজ ক্যাম্পাসের শহীদ মিনার চত্বরে এ ঘটনা ঘটে। আহত রাজুকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সদস্য রাজু রাজশাহী মেট্রোপলিট্রন পুলিশের দাঙ্গা পুলিশ হিসেবে নগরীর বিনোদপুর এলাকায় কর্মরত আছেন। বর্তমানে তিনি ছুটিতে থেকে নিউ গভ. ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্র থেকে অনার্স পরীক্ষা দিচ্ছিলেন।