নিউজ ডেস্ক : নেশার টাকার জন্য স্ত্রী ও ছেলেকে কুপিয়ে জখম করেছে নেশাখোর স্বামী সুমন মিয়া। আজ বুধবার কুমিলার দাউদকান্দি উপজেলার ভাজরা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে।
জানা গেছে, নেশার টাকার জন্য ভাজরা গ্রামের মৃত বাচ্চু বেপারীর পুত্র সুমন মিয়া তার স্ত্রী খালেদা আক্তার ও পুত্র সুজনকে হত্যার উদ্দেশে আছাড় মারে এবং দোকান ঘরে তাদের কুপিয়ে জখম করে। পরে বাড়ির লোকজন মারাত্মক আহতাবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। বর্তমানে ঐ নেশাখোর সুমন এলাকা থেকে গা ঢাকা দিয়েছে।