News71.com
 Bangladesh
 11 Feb 16, 02:00 AM
 1058           
 0
 11 Feb 16, 02:00 AM

জাহাঙ্গীরনগর থিয়েটারের ৩ যুগ পূর্তিতে চলছে অনুষ্ঠানমালা।।

জাহাঙ্গীরনগর থিয়েটারের ৩ যুগ পূর্তিতে চলছে অনুষ্ঠানমালা।।

জাবি সংবাদাতা : দৃষ্টিজুড়ে স্বপ্নশিখর,যুগান্তরের গান এ স্লোগানকে ধারণ করে গৌরবের তিন যুগ পূর্তি উদযাপন করছে জাহাঙ্গীরনগর থিয়েটার।৬ ফেব্রুয়ারি শুরু হওয়া এ অনুষ্ঠানের আজ পঞ্চম দিন।আজকে পরিবেশিত হবে জাহাঙ্গীরনগর থিয়েটারের পরিবেশনায় কীত্তনখোলা,১১ তারিখে শিল্পকলা একাডেমীর পরিবেশনায় মুল্লুক,১২ তারিখে জাহাঙ্গীরনগর থিয়েটার পরিবেশন করবে পূণর্মিলনী সম্রাট জোনস, ১৩ তারিখে ঢাকা থিয়েটারের পরিবেশনায় পঞ্চ নারী আখ্যান, ১৪ তারিখে রাত ১০.৩০মিনিটে ট্রাসপোর্টে জাহাঙ্গীরনগর থিয়েটার ও বন্ধুরা পরিবেশন করবে মধ্যরাতের কবিতা ও গান, ১৫ তারিখে দক্ষিণ জামশা গ্রাম বাংলা নাট্য সংস্থা পরিবেশন করবে যাত্রাপালা কলঙ্কিণী বধূ, ১৬ ফেব্রুয়ারি নাগরিক নাট্য সম্প্রদায়ের দেওয়ান গাজীর কিসসা পরিবেশনের মধ্য দিয়ে এগার দিন ব্যাপি এ আয়োজনের ইতি টানা হবে।১৪ ই ফেব্রুয়ারি ব্যতীত অন্য দিনের অনুষ্ঠানসমূহ সেলিম আল দীন মুক্তমঞ্চে যথারীতি সন্ধ্যা ৫.৩০ মিনিটে শুরু হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন