নীলফামারী সংবাদদাতা : নীলফামারীতে এক মাদ্রাসা ছাত্রীসহ দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।গতকাল বুধবার জেলার কিশোরগঞ্জ ও ডিমলায় উপজেলা থেকে লাশ দুটি উদ্ধার করা হয় বলে সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
নিহতরা হলেন কিশোরগঞ্জের নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর মৌলভৗহাট গ্রামের খবের আলী (৫৫) এবং ডিমলার সোনাখুলী গ্রামের মৃত ঝুমুর আলীর মেয়ে মৌসুমী আক্তার (১২)। মৌসুমী ওই গ্রামের শালতলা দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
নিহত খবের আলী (৫৫) এর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।তাকে হত্যার পর দুর্বৃত্তরা লাশ ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ওসি। অপরদিকে মৌসুমির বায়নার নতুন জামা কিনে না দেয়ায মায়ের উপর অভিমান করে আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে তার পরিবার।