নিউজ ডেস্ক : বাগেরহাট জেলার মোরেলগঞ্জের জামাইয়ের দায়ের কোপে শ্বশুর নিহত হয়েছেন। আজ গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে মোরেলগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের জামিরতলা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘাতককে ধরতে এলাকায় অভিযান শুরু করেছে।
নিহত হামেদ দরানী (৫৫) একই উপজেলার পার্শ্ববর্তী নিশানবাড়িয়া ইউনিয়নের গুয়াতলা গ্রামের হায়াত দরানীর ছেলে। হামেদ দরানী স্থানীয় আওয়ামী লীগ কর্মী এবং জামিরতলা নুরুল ইসলাম দাখিল মাদ্রাসার নৈশ প্রহরী ছিলেন। গত সাত মাস আগে আবু হাওলাদার নামে ওই জামাই হামেদ দরানীর মেয়েকে তালাক দেয় বলে স্থানীয়রা জানান।
স্থানীয় লোকজনের সাথে কথা বলে জাণাযায়, মেয়েকে তালাক দেওয়ার ঘটনা নিয়ে বুধবার রাতে হামেদ দরানীর সঙ্গে আবু হাওলাদারের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আবু হাওলাদার তার সাবেক শ্বশুর হামেদ দরানীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে রক্তাত্ব অবস্থায় রাস্তার ওপর ফেলে পালিয়ে যায়। স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হামেদকে মৃত ঘোষণা করেন।