কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়ায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে হত্যা মামলার আসামি চরমপন্থি দল গণমুক্তি ফৌজের দুইজন নিহত হয়েছেন। এরা চরমপন্থি দলটির সসস্ত্র সদস্য ছিলেন বলে আইন-শৃঙ্খলা বাহিনীর দাবি। র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মোসাদ্দেক ইবনে মুজিব জানিয়েছেন । বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে সদর উপজেলার স্বস্তিপুর গ্রামে গোলাগুলির ওই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় সংলগ্ন মৃত্তিকাপুর গ্রামের আনসার শেখের ছেলে আকাউদ্দিন হিয়া (৪৫) ও জলিল শেখের ছেলে লিয়াকত আলী (৪০)।
স্থানীয় স্বস্তিপুরের বাঁশ বাগানে চরমপন্থিদের গোপন বৈঠকের খবর পেয়ে ভোরে সেখানে অভিযানে যায় র্যাবের একটি দল। এ সময় চরমপন্থিরা গুলি করলে র্যাবও পাল্টা গুলি চালায়। দুই পক্ষের মধ্যে প্রায় আধাঘণ্টা বন্দুকযুদ্ধের পর এক পর্যায়ে চরমপন্থিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে চারটি গুলি ও একটি অস্ত্রসহ ওই দুইজনের লাশ উদ্ধার করা হয়।