নিউজ ডেস্ক : এ ঘটনায় অন্তত ১০ শ্রমিক আহত হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইর বাথুলী এলাকায় শ্রমিকবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলী এলাকায় গ্রাফিক্স টেক্সটাইলের শ্রমিকবাহী বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। এসময় টেক্সটাইল শ্রমিক মিজানুর রহমান (৩০) ঘটনাস্থলেই মারা যান। ঘটনায় আহত হন অন্তত ১০ জন শ্রমিক।
ধামরাই ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। নিহত শ্রমিকের বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলায় বলে জানা গেছে।