News71.com
 Bangladesh
 11 Feb 16, 01:46 AM
 1078           
 0
 11 Feb 16, 01:46 AM

স্বাধীনতা অর্জনে আনসারদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ- প্রধানমন্ত্রী

স্বাধীনতা অর্জনে আনসারদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ- প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৯৪৮ থেকে ১৯৭১ পর্যন্ত প্রতিটি আন্দোলনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশেষ করে বাঙালির স্বাধীনতা অর্জনে এ বাহিনীর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।

বৃহস্পতিবর গাজীপুরের সফিপুরে আনসার ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৬তম জাতীয় সমাবেশের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, ‘দেশের উন্নয়নে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বিশেষ করে গত বছর যখন ২০ দলীয় জোটের জ্বালাও-পোড়াও রাজনীতি শুরু করে তখন আনসার সদস্যরা রেললাইন রক্ষা করেছেন। রেললাইন রক্ষা করতে গিয়ে অনেক আনসার সদস্য জীবন দিয়েছেন। আমি তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাই।’

তিনি আরো বলেন, ‘আনসার বাহিনীর নিজস্ব একটা ইতিহাস আছে। ১৯৪৮ থেকে ১৯৭১ পর্যন্ত প্রতিটি আন্দোলনে এ বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ১৯৭৫ সালে বন্ধবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। আমরা দুই বোন বিদেশে থাকায় বেঁচে যাই। ২১ বছর পর আমরা ১৯৯৬ সালে ক্ষমতায় এসে সরকার গঠন করি। তখন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অনেক সুয়োগ-সুবিধা বৃদ্ধি করি।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন