নিউজ ডেস্ক : পুলিশের ফাঁদে অবশেষে পা দিলেন চাঁপাই নবাবগঞ্জ থেকে শিশু অপহরনকারি রাজু ও মহরম হোসেন। গতকাল বুধবার অপহৃত ওসমান সহ তাদের পাবনার চাটমোহর এলাকা থেকে আটক করা হয়েছে। ধৃত ব্যক্তিরা ঘটনার সত্যতা স্বীকার করে ম্যাজিস্টেটের কাছে জবানবন্দি দিয়েছে।
চাঁপাই নবাবগঞ্জের পুলিশ সুপার বশির আহম্মেদ পিপিএম news71.com কে জানিয়েছেন গত শুক্রবার ঘটনার পর থেকেই ফাঁদপাতে পুলিশ। পুলিশের কৌশল বুঝতে না পেরে ফাঁদে পা দেয় অপহরনকারিরা। তারা বিক্যাশ নম্বরে ৫০০০০(পঞ্চাশ হাজার) টাকা পাঠাতে বলে। পুলিশের টোপ হিসেবে ৫০০০ টাকা পাঠিয়ে ওসমানের সাথে কথা বলতে চায় তার পরিবার।
কিছু টাকা পেয়ে বাকি টাকার আশায় ফাঁদে পা দেয় অপহরনকারিরা আর কৌশলে প্রযুক্তি ব্যবহার করে পুলিশ জেনে নেয় তাদের লোকেশন। এভাবেই অপরহনের ৫ দিন পর অপহৃত ওসমান সহ পুরো চাই'কে ধরতে সক্ষম হয় পুলিশ।
পুলিশ সুপার জানান শুধুমাত্র ৫০০০০ হাজার টাকার জন্যই শিশু দুটোকে অপহরন করা হয়। ধৃতরা ১৬৪ ধারায় আদালতের কাছে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে। ওসমানকে ফিরে পেয়ে খুশি তার পরিবার।