News71.com
 Bangladesh
 11 Feb 16, 02:17 AM
 995           
 0
 11 Feb 16, 02:17 AM

মুন্সীগঞ্জের দুটি থানা এলাকা থেকে ২টি লাশ উদ্ধার।।

মুন্সীগঞ্জের দুটি থানা এলাকা থেকে ২টি লাশ উদ্ধার।।

মুন্সীগঞ্জ সংবাদদাতা : সদরের দক্ষিণ ইসলামপুর ও টঙ্গিবাড়ী উপজেলার বেতকা এলাকা থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে দক্ষিণ ইসলামপুর এলাকার যুগীনিঘাট এলাকা থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মো. নূরু মিয়া (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। এদিকে, জেলার টঙ্গিবাড়ী উপজেলার বেতকা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ডোবা থেকে অজ্ঞাত (৫৫) বৃদ্ধার মরদেহ উদ্ধার করে পুলিশ। মুন্সীগঞ্জ সদর থানা ও টঙ্গিবাড়ী থানার অফিসার ইনচার্জ জানায়, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন