নিউজ ডেস্ক : গাজীপুরে গাড়িচাপায় রাবেয়া খাতুন (২৩) নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় তার স্বামী রবিউল ইসলাম (২৫) গুরুতর আহত হন।তারা গাজীপুর সদর উপজেলার রৌদ্রপুর এলাকার বাসিন্দা। আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার হোতাপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
রবিউল ইসলামকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানাগেছে রবিউল-রাবেয়া দম্পতি হোতাপাড়া এলাকার একটি কারখানায় চাকরি করেন। সকাল ৬টার দিকে তারা মোটরসাইকেলে করে কারখানায় যাচ্ছিলেন। হোতাপাড়া এলাকায় একটি গাড়ি তাদের চাপা দেয়। এতে রাবেয়া খাতুন ঘটনাস্থলে নিহত এবং রবিউল আহত হন।