নিউজ ডেস্ক : রাজশাহী নগরীর রাজপাড়া থানা এলাকায় এক রাতে তিন বাড়িতে ডাকাতি হয়েছে। বৃহস্পতিবার ভোর চারটার দিকে লিলি হলের মোড় এ ঘটনা ঘটে। রাজপাড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানাগেছে ভোর ৪টার দিকে ১২ থেকে ১৫ জনের একটি ডাকাত দল লিলি হল মোড় এলাকায় তিনটি বাড়িতে ডাকাতি করে। ডাকাতরা তিন বাড়ির লোকজনের হাত-পা বেঁধে মারপিট করে স্বর্ণালঙ্কারসহ প্রায় তিন লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে।