নিউজ ডেস্ক : ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে । ঘোষিত তফশীল অনুযায়ি ১ম ধাপে ৭৫২টির নির্বাচন ২২ মার্চ, ২য় ধাপে ৭১০টির নির্বাচন ৩১ মার্চ, ৩য় ধাপে ৭১১টির নির্বাচন ২৩ এপ্রিল, ৪র্থ ধাপে ৭২৮টির নির্বাচন ৭ মে, ৫ম ধাপে ৭১৪টির নির্বাচন ২৮ মে, ৬ষ্ঠ ধাপে ৬৬০টির নির্বাচন ৪ জুন।
১ম পর্যায়ের (২২ মার্চ ২০১৬) তারিখে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ সমূহের তালিকা