নিউজ ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চত্বর থেকে তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালযের টুকিটাকি চত্বরের পাশে দোকানের এক কর্মচারী মেহগনি গাছের পাশে ককটেল দুটি দেখতে পায়। পরে দোকান মালিক থানায় খবর দিলে সকাল ৯টার দিকে পুলিশ ককটেল দুটি উদ্ধার করে নিয়ে যায়। বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের ধারনা নতুন শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার জন্য কেউ হয়তো ককটেলগুলো ফেলে রেখেছিল।’
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) অশোক চৌহান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ককটেল দুটি উদ্ধার করেছে। পরে সেগুলো নিষ্ক্রিয় করা হয়েছে।