নিউজ ডেস্ক : মুফতি হান্নানসহ ৩ জনের ফাঁসি পূন:বহাল রেখে সিলেটে প্রাক্তন ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার আপিলের রায় ঘোষনা করেছে হাইকোর্ট । এ ছাড়াও দুইজনকে যাবজ্জীবন কারাদন্ডও বহাল রেখেছে আদালত।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।এর আগে গত ৩ ফেব্রুয়ারি রায়ের জন্য আজকের দিন ধার্য করেছিলেন হাইকোর্ট। সেই মোতাবেক মামলাটির রায় ঘোষণার জন্য আজকের কার্যতালিকায় এক নম্বরে রাখা হয়।
উল্লেখ্য ২০০৪ সালে ২১ মে সিলেটের হজরত শাহজালালের মাজারে তৎকালীন ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা করা হয়। এ হামলায় আনোয়ার চৌধুরী, সিলেট জেলা প্রশাসকসহ প্রায় অর্ধ শতাধিক ব্যক্তি আহত হন এবং পুলিশের দুই কর্মকর্তাসহ তিনজন নিহত হন।