নিউজ ডেস্ক : রাজশাহী মেট্রপলিটন পুলিশের সদস্য রাজু সরকারকে মারপিঠ করার ঘটনায় তার মা নাসিমা বেগম বাদী হয়ে রাজপাড়া থানায় মামলা দায়ের করেন। মামলায় নিউ গভ. ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি মইনুল ইসলাম বাপ্পীসহ ১৫ জনকে আসামি করা হয়েছে।পুলিশ জানায় আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো: সামসুদদিন রাজুরকে মারপিটের ঘটনা সম্পর্কে news71.com কে জানান "আইনের চোখে সকলে সমান। অপরাধ করলে কাউকে ছাড় দেয়া হবেনা। তা সে যেই হোকনা কেন।" প্রসঙ্গত, রাজশাহী কলেজের বাংলা বিভাগের অনার্স প্রথমবর্ষের ছাত্র (অনিয়মিত) এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কনস্টেবল রাজু সরকারকে মারপিট করে নিউ গভ. ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি মইনুল ইসলাম বাপ্পীসহ তার সহযোগিরা।