বগুড়া সংবাদাতা : বগুড়ায় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও একটি ধারালো ছোরাসহ দুই সহোদরকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার রাত সোয়া ১০টায় শাজাহানপুর থানার পুলিশ বগুড়া শহরের বনানী মোড় থেকে তাদেরকে গ্রেফতার করে।গ্রেফতারকৃতরা হলো- বগুড়া শহরের রহমান নগরের বাসিন্দা পুলিশের সাবেক দারোগা মৃত. আসাদুজ্জামানের ছেলে জাকিউল আলম রুমি (৪২) ও সাইদুল আলম জেমস (৩৩)। তারা শাসক দল আওয়ামীলিগের রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে।