News71.com
 Bangladesh
 11 Feb 16, 07:00 AM
 948           
 0
 11 Feb 16, 07:00 AM

এবার একুশে পদক পাচ্ছেন সাংবাদিক মংছেনচীং মংছিন।।

এবার একুশে পদক পাচ্ছেন সাংবাদিক মংছেনচীং মংছিন।।

নিউজ ডেস্ক : গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এবার একুশে পদক পাচ্ছেন খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মানিক ডাক্তার পাড়ার মংছেনচীং মংছিন। পেশায় মংছেনচীং মংছিন একজন সাংবাদিক, প্রাবন্ধিক ও গবেষক।

১৯৬১ সালের ১৬ জুলাই রাখাইন পাড়ায় সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন মংছেনচীং মংছিন। তার বাবার নাম স্বর্গীয় উ অংচাথোয়েন ও মার নাম স্বর্গীয় উ মাক্যচীং। ছাত্রজীবন থেকেই তিনি বিভিন্ন দেশি-বিদেশি শীর্ষস্থানীয় পত্রপত্রিকায় রাখাইন জাতির ইতিহাস, ধর্ম, সংস্কৃতি, সাহিত্য, কৃষ্টি প্রভৃতি বিষয়ে লেখালেখি করে বিভিন্ন প্রতিযোগিতায় অসংখ্য পুরস্কার লাভ করেন।

উল্লেখ্য, এবার একুশে পদকের জন্য মংছেনচীং মংছিনসহ ১৬ বিশিষ্ট নাগরিকের নাম ঘোষণা করা হয়েছে। ২০ ফেব্রুয়ারি ওসমানী স্মৃতি মিলনায়তনে তাদের হাতে পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন