নিউজ ডেস্ক : খুলনা জেলার দাকোপ থানা এলাকায় একটি বেসরকারি সংস্থার নিরাপত্তা প্রহরী শীতল সরদার (৩৫) হত্যা মামলায় ওয়াসিকুল সরদার নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল । একই সঙ্গে তাকে নগদ ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার বিকেলে খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম এ রব হাওলাদার এ রায় ঘোষণা করেন। মামলার অপর দু’আসামি মোহসীন রেজা ও বাচ্চু আহমেদ ফকিরকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ২০ ফেব্রুয়ারি রাতে হীড বাংলাদেশ’র দাকোপ শাখায় কর্মরত নিরাপত্তা প্রহরী শীতলের লাশ উদ্ধার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ও দাকোপ থানার তৎকালিন অফিসার ইনচার্জ (ওসি) শামসুল হক আসামি ওয়াসিকুল সরদার, মোহসীন রেজা ও বাচ্চু আহমেদ ফকিরকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।