নিউজ ডেস্ক : প্রাইভেটকারে বিশ্বজাকের মঞ্জিলের পোষ্টার টাঙ্গিয়ে মাদক পরিবহন করতে গিয়ে পুলিশের কাছে ধরা পড়েছেন দুই মাদক ব্যবসায়ী। আটককৃতরা হলেন- জহির মিয়া (২২) ও গাড়িচালক সাকিল মিয়া (২১)। আজ বৃহস্পতিবার দুপুরে মাদারীপুরের শিবচরের কাওরাকান্দি ফেরিঘাটে একটি প্রাইভেটকার থেকে ১ মণ গাঁজাসহ তাদের আটক করে শিবচর থানা পুলিশ।
জানাগেছে গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর শিবচর উপজেলার কাওরাকান্দি ফেরিঘাটে শিবচর থানা পুলিশের একটি টিম অভিযান চালায়। এ সময় সন্দেহ হলে একটি প্রাইভেটকার (ঢাকা-মেট্রো-খ-১২-৮০৪৮) তল্লাশি করা হয়। তল্লাশিকালে তিনটি প্যাকেটে প্রায় ১ মণ গাঁজা পাওয়া যায়। পুলিশ এ সময় গাড়িতে থাকা জহির মিয়া ও চালক সাকিল মিয়াকে আটক করে।
গাজা বহনকারী প্রাইভেটকারটিও জব্দ করা হয়। পুলিশ আরও জানায়, আটককৃতরা ঢাকা থেকে গাজা বহণ করে এনেছে। কাকলী ফেরিতে করে পদ্মা নদী পাড় হয়ে কাওরাকান্দি ঘাটে আসলে পুলিশ তাদের আটক