News71.com
 Bangladesh
 11 Feb 16, 11:29 AM
 953           
 0
 11 Feb 16, 11:29 AM

সরকার ও রাজনীতি জাতীয় আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা ২০১৬

সরকার ও রাজনীতি জাতীয় আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা ২০১৬

জাবি সমবাদদাতা : "যৌক্তিকতায় উৎকর্ষিত হোক তরুণ প্রাণ" এ শ্লোগানকে ধারণ ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের "সরকার ও রাজনীতি বিতর্ক মঞ্চ" আয়োজন করতে যাচ্ছে ২য় আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা-২০১৬ ইং।এ বিতর্ক প্রতিযোগিতায় বাংলাদেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৩২ টি টিম অংশগ্রহণ করবে।প্রতিযোগিতাটি ১১-১৫ ফেব্রুয়ারি চার দিন ব্যাপী অনুষ্ঠিত হবে।আজ বৃহস্পতিবার প্রতিযোগিতার অংশ হিসেবে প্রেস ব্রিফিং ও টিম ম্যাচ আপ হয়েছে। কাল শুক্রবার থাকছে
আনন্দ র্যালি এবং ১ম ও ২য় রাউন্ড বিতর্ক। তৃতীয় দিন শনিবার কোয়ার্টার ফাইনাল ও সেমি ফাইনাল বিতর্ক হবে। প্রতিযোগিতাটি হবে সরকার ও রাজনীতি বিভাগ , সমাজবিজ্ঞান অনুষদে। চতুর্থ দিন সোমবার থাকছে সেমিনার উচ্চশিক্ষা ও ভিশন ইউএসএ এবং ফাইনাল বিতর্ক,পুরস্কার বিতরণী ও সমাপণী অনুষ্ঠান।উচ্চশিক্ষা সেমিনার,ফাইনাল বিতর্ক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি হবে জহির রায়হান মিলনায়তন,সেমিনার কক্ষ,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক জনাব ইফতেখারুজ্জামান। এছাড়াও উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম এবং সরকার ও রাজনীতি বিভাগের বর্তমান সভাপতি জনাব বশির আহমেদ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন