News71.com
 Bangladesh
 12 Feb 16, 07:48 AM
 827           
 0
 12 Feb 16, 07:48 AM

তেলবাহি ট্রলারের ধাক্কায় মেঘনায় পুলিশের ট্রলারডুবি ।। পুলিশের ব্যবহৃত চাইনিজ রাইফেল ও বন্দুক খোয়া গেছে।

তেলবাহি ট্রলারের ধাক্কায় মেঘনায় পুলিশের ট্রলারডুবি ।। পুলিশের ব্যবহৃত চাইনিজ রাইফেল ও বন্দুক খোয়া গেছে।

নিউজ ডেস্ক : মেঘনা নদীতে তেলবাহি দুটি ট্রলারের ধাক্কায় পুলিশের টহল ট্রলার ডুবে গেছে। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আশুগঞ্জ থানার কনস্টেবল আব্দুল মান্নান (৪৫) ও হুমায়ুন কবীর (৪৬)। তাদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ওই ঘটনায় পুলিশের একটি শটগান ও একটি চাইনিজ রাইফেল পানিতে তলিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে আজ রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তাজপুর এলাকায়।

আশুগঞ্জ থানা সুত্রে জানাগেছে, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে মেঘনা নদীর তাজপুর এলাকা থেকে তেল নিয়ে আশুগঞ্জ ফেরার পথে দুটি ট্রলার পুলিশের টহল ট্রলারকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলারটি মেঘনায় ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলার সহ পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে স্থানীয় ডুবুরির দল তৎপরতা শুরু করেছে এবং ঢাকার ফায়ার সার্ভিসের ডুবুরি দলকেও খবর দেওয়া হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশের তালিয়ে যাওয়া অস্ত্রের কোন খবর মেলেনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন