News71.com
 Bangladesh
 12 Feb 16, 08:46 AM
 1656           
 0
 12 Feb 16, 08:46 AM

ইউপি নির্বাচন ২০১৬ ।। আগামি ১৫ ফেব্রুয়ারির মধ্যে সভানেত্রীর ধানমন্ডি কার্যালয়ে পাঠাতে হবে আওয়ামিলীগের প্রার্থী তালিকা

ইউপি নির্বাচন ২০১৬ ।। আগামি ১৫ ফেব্রুয়ারির মধ্যে সভানেত্রীর ধানমন্ডি কার্যালয়ে পাঠাতে হবে আওয়ামিলীগের প্রার্থী তালিকা

নিউজ ডেস্ক : আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে ইউনিয়ন পরিষদের দলীয় প্রার্থীর তালিকা কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। শুক্রবার আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদকদের সমন্বয়ে গঠিত নির্বাচনী বোর্ডকে প্রার্থীর নাম চূড়ান্ত করে দলীয় সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে পাঠাতে হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মনোনীত প্রার্থীর নাম (ভোটার নং ১২ ডিজিট) এবং নির্বাচনী আইন, নীতিমালা ও বিধিমালা অনুযায়ী সব তথ্য প্রার্থীর নামের সঙ্গে পাঠাতে হবে। মনে রাখতে হবে, প্রার্থীর ভোটার আইডির ফটোকপি অবশ্যই প্রেরণ করতে হবে।

জেলা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক এবং যে ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদকদের সমন্বয়ে একটি নির্বাচনী বোর্ড গঠিত হবে। ইউনিয়ন কমিটি ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দের সাথে বর্ধিত সভা করে একজন প্রার্থীর নাম সুপারিশ করবে। সেই সুপারিশকৃত নাম উল্লিখিত জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদকগণের সমন্বয়ে গঠিত নির্বাচনী বোর্ড (৬ জনের নাম ও স্বাক্ষর) প্রার্থী চূড়ান্ত করে আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে পাঠাবে। স্থানীয় সরকার নির্বাচনের মনোনয়ন প্রদানের ক্ষেত্রে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি কর্তৃক নির্বাচিত স্থানীয় সরকার/ইউনিয়ন পরিষদ মনোনয়ন বোর্ড চেয়ারম্যান প্রার্থীর নাম ও প্রতীক বরাদ্দ করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন