নিউজ ডেস্ক : পুলিশ জানিয়েছে, শুক্রবার বিকালে খিলজি রোডের নিজ বাসায় গ্রেপ্তার হন অবসরপ্রাপ্ত সেনা কর্মকরতা মেজর ইকবাল শাহরিয়ার। যিনি মেজর থাকাকালে অবসরে যান। তার স্ত্রী রেবেকা ইয়াসমিন অন্য বাসায় থাকেন।
মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোফাজ্জল হোসেন বলেন, খিলজি রোডের এক বাসার চতুর্থ তলার এক ফ্ল্যাটে থাকেন শাহরিয়ার। তিনি বলেন, শাহরিয়ারের স্ত্রী রেবেকা ২০১৫ সালে আদালতে তার বিরুদ্ধে যৌতুক দাবির অভিযোগে মামলাটি করেন। মামলায় পরোয়ানা আসায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।