News71.com
 Bangladesh
 12 Feb 16, 09:28 AM
 1740           
 0
 12 Feb 16, 09:28 AM

পাবনায় আওয়ামী লীগের ২ গ্রুপের সংঘর্ষ: আহত ১০, এলাকায় উত্তেজনা ।।

পাবনায় আওয়ামী লীগের ২ গ্রুপের সংঘর্ষ: আহত ১০, এলাকায় উত্তেজনা ।।

নিউজ ডেস্ক : পাবনা শহরতলীর ছাতিয়ানী এলাকায় আওয়ামিলীগের দুই গ্রুপের সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধ ও ১০ জন আহত হয়েছে। আজ সন্ধ্যা ৬ টার দিকে জেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক আব্দুল হাকিম ও শেখ আলম গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে।

স্থানীয় সুত্র জানায়, টেন্ডার নেগোশিয়েনের টাকা দাবি ও নির্বাহী প্রকৌশলীর বদলি জনিত ঘটনাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে উভয়পক্ষের মধ্যে বিরোধ চলছিলো। এরই জের ধরে উভয়পক্ষ আজ সন্ধ্যায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে জেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক আব্দুল হাকিম মালিথা (৪৮). আলিম মালিথা (৪২), দোলন মালিথা (৩০) এবং অপর গ্রুপের লালু শেখ, রেজাউল করিমসহ ১০ জন আহত হয়। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন