News71.com
 Bangladesh
 12 Feb 16, 09:54 AM
 1243           
 0
 12 Feb 16, 09:54 AM

গাইবান্ধায় জেএমবির আঞ্চলিক প্রধান সহ গ্রেফতার ৫ জঙ্গী ।। জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের পুলিশ রিমান্ড

গাইবান্ধায় জেএমবির আঞ্চলিক প্রধান সহ গ্রেফতার ৫ জঙ্গী ।। জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের পুলিশ রিমান্ড

নিউজ ডেস্ক : জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) একটি চাই'কে ধরতে সক্ষম হয়েছে গাইবান্ধা জেলা পুলিশ। বেশকিছুদিন ধরে রেকি করার পর গতকাল তাদের এ সফলতা মেলে। আটককৃতদের মধ্যে সাদাত ওরফে রতন মিয়া জেএমবির একজন আঞ্চলিক দাওয়াতি প্রধান বলে জানিয়েছেন পুলিশ সুপার। তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে গোবিন্দগঞ্জ থানায় মামলা হয়েছে। আটককৃতদের আজ শুক্রবার বিশেষ আদালত বসিয়ে ৫ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

পুলিশ সুপার জানান জেলার সদর থানার রামচন্দ্রপুর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে সাইফুল ইসলাম, তোতা মিয়ার ছেলে সাহিদ মিয়া, জামির মিয়ার ছেলে হায়দার আলী, পৌর শহরের ঝিলপাড়া গ্রামের মৃত আলেক উদ্দিনের ছেলে ওমর ফারুক ও বকচর গ্রামের আতাউর রহমানের ছেলে রতনকে অভিযান চালিয়ে আটক করেছে জেলা পুলিশ। আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টায় গাইবান্ধা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে প্রেস বিফিং করেন এসপি মো. আশরাফুল ইসলাম। প্রেসব্রিফিংয়ে তিনি জানান, বেশ ক’দিন ধরে জেএমবি’র এই চক্রটির গোপন তৎপরতার খবর পাচ্ছিল পুলিশ। এর পর নির্ধারিত কিছু স্পটে নজরদারির ব্যবস্থা করা হয়। বৃহস্পতিবার চক্রটির সন্ধানে পুলিশ বিভিন্ন স্থানে তৎপরতা চালায়।

পুলিশ সুপার জানান, রতনের নেতৃত্বেই এসব এলাকায় জেএমবি সংগঠিত হওয়ার চেষ্টা করছিল। আটককৃতদের মাধ্যমে আরো কিছু জেএমবি সদস্যের পরিচয় মিলেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আটককৃতদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে গোবিন্দগঞ্জ থানায় মামলা হয়েছে। শুক্রবার বিকেলে তাদের আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড চাইলে গাইবান্ধার অতিরিক্ত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাসকিনুল হক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন