News71.com
 Bangladesh
 12 Feb 16, 10:12 AM
 1000           
 0
 12 Feb 16, 10:12 AM

চট্টগ্রামের সীতাকুণ্ডে স্কুল পিকনিকের বাস উল্টে আহত ২০

চট্টগ্রামের সীতাকুণ্ডে স্কুল পিকনিকের বাস উল্টে আহত ২০


নিউজ ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় স্পিকনিকের বাস উল্টে হেলপারসহ অন্তত ২০ জন আহত হয়েছে। জানাগেছে শুক্রবার রাত সোয়া ৮টার দিকে উপজেলার মাদামবিবির হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে বাসের হেলপার আমিরুল্লাহ'র নাম জানা গেছে। তাকে গুরুতর অবস্হায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে বাকি আহতদের নাম জানাতে না পারলেও তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলে জানাগেছে ।

স্থানীয়দের কাছ থেকে জানাগেছে ফেনীর সোনাগাজী উপজেলার আল হেরা একাডেমি নামের একটি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে ওই বাসে করে চট্টগ্রামের আনোয়ারা ‍উপজেলার পারকি সমুদ্র সৈকতে পিকনিকে যায়। ফেরার পথে মাদামবিবির হাট এলাকা কনফিডেন্স সিমেন্ট ফ্যাক্টরি কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন