News71.com
 Bangladesh
 12 Feb 16, 11:54 AM
 1328           
 0
 12 Feb 16, 11:54 AM

২০১৪ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে বানিজ্যের পরিমাণ ছিল ৭ বিলিয়ন মার্কিন ডলার।।শিল্পমন্ত্রী আমু

২০১৪ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে বানিজ্যের পরিমাণ ছিল ৭ বিলিয়ন মার্কিন ডলার।।শিল্পমন্ত্রী আমু

নিউজ ডেস্ক : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ২০১৪ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ৭ বিলিয়ন মার্কিন ডলার। যার বেশিরভাগই এসেছে টেক্সটাইল আর তৈরি পোশাক খাতের হাত ধরে। মন্ত্রী গত বৃহস্পতিবার রাজধানীর খিলক্ষেতের একটি হোটেলে ভারতের আদিত্য বিড়লা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বিড়লা সেলুলোজ আয়োজিত এক সিম্পোজিয়ামে এই মন্তব্য করেন।

শিলপমন্ত্রী আমির হোসেন আমু বলেন, প্রতিবেশী রাষ্ট্রগুলোর চেয়ে বাংলাদেশ অনেক কম সময়ে পোশাক শিল্পে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তাই দেশের মোট রপ্তানি আয়ের ৮০ ভাগেরও বেশি অর্জিত হওয়া এই খাতের উন্নয়নে যে কোন সহযোগিতা করতে প্রস্তুত বর্তমান সরকার। বাংলাদেশের পোশাক শিল্পের উন্নয়নে কারিগরি দক্ষতা বৃদ্ধি ও প্রচলিত ফাইবারের উন্নত সংস্করণ সংযোজনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয় সভায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন