News71.com
 Bangladesh
 13 Feb 16, 01:13 AM
 1214           
 0
 13 Feb 16, 01:13 AM

অভিনব পদ্ধতিতে পেটের ভেতর ইয়াবা মজুদ করে আনা হচ্ছে ঢাকায় ।।

অভিনব পদ্ধতিতে পেটের ভেতর ইয়াবা মজুদ করে আনা হচ্ছে ঢাকায় ।।

নিউজ ডেস্ক : অভিনব উপায়ে কক্সবাজার ও টেকনাফ থেকে ইয়াবা আনা হচ্ছে ঢাকায়। এমন ভাবে এই মাদক ঢাকার পথে আসছে যে সাধারন কোন উপায়ে তা ধরা সম্ভব হবে না। জানাগেছে মাদক বহনকারীরা স্কচটেপ দিয়ে ভালভাবে পেঁচিয়ে ইয়াবা কলার মধ্যে ঢোকানো হয়। পরে ওই কলা গিলে খেয়ে ঢাকায় চলে আসেন পাচারকারীরা। ঢাকায় আসার পর বিশেষ ঔষধ খাইয়ে পায়ুপথে মলের সাথে বের করা হয়।

উল্লেখ্য সম্প্রতি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার হওয়া দুই নারী শুক্রবার আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ কথা জানিয়েছেন। এই দুজনের পেট থেকে মোট এক হাজার ৮৫০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আজিজুল ইসলাম বাদী হয়ে মতিঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

মামলার বিবরনে জানা যায়, ২৬ জানুয়ারি রাজধানীর মতিঝিল এলাকার শতাব্দী টাওয়ারের সামন থেকে দুই নারীকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। পরে তাঁদের স্বামীবাগের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে এক্স-রে করানো হয়। সেখানেই ধরা পড়ে, এই দুজনের পেটে ইয়াবা রয়েছে। পরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের সহায়তায় দুই দিনে ওই দুই নারীর পায়খানার সঙ্গে ৭৪টি ইয়াবার প্যাকেট বের হয়। প্যাকেট থেকে সর্বমোট এক হাজার ৮৫০ টি ইয়াবা জব্দ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন