News71.com
 Bangladesh
 13 Feb 16, 01:40 AM
 1021           
 0
 13 Feb 16, 01:40 AM

ঢাকা-চট্টগ্রাম রেলপথে অনুমোদনহীন ৫১টি লেভেল ক্রসিং ।। জীবনের ঝুঁকি নিয়ে চলছে নিত্য যাত্রীরা

ঢাকা-চট্টগ্রাম রেলপথে অনুমোদনহীন ৫১টি লেভেল ক্রসিং ।। জীবনের ঝুঁকি নিয়ে চলছে নিত্য যাত্রীরা

নিউজ ডেস্ক : ঢাকা চট্টগ্রাম রেলপথের শুধুমাত্র ফেনী অংশে ৬৪টি লেভেল ক্রসিং থাকলেও এর মধ্যে ৫১ টি অনুমোদন বিহীন। আর মাত্র ১৩টি অনুমোদিত। আর অনুমোদিত লেভেল ক্রসিং-এ গেইট এবং গেইটম্যান থাকলেও অনুমোদনহীন ৫১টি লেভেল ক্রসিংয়ে বছরের পর বছর দুর্ঘটনা প্রতিরোধে কোন ব্যবস্থাই নেই। প্রতি মুহুর্ত জীবনের ঝুঁকি নিয়ে পার হতে হয় লেভেল ক্রসিংগুলো। এ বিষয়ে রেল কতৃপক্ষ কোন কার্যকর পদক্ষেপ না নিয়ে একে অন্যর উপর দায় চাপাতে ব্যস্ত ।

রেলপথ কর্তৃপক্ষের হিসেব মতে, ঢাকা চট্টগ্রাম রেলপথের ফেনীর ৯০ কিলোমিটার অংশে ৬৪টি লেভেল ক্রসিং এর মধ্যে অনুমোদিত লেভেল ক্রসিংয়ের সংখ্যা মাত্র ১৩টি। অনুমোদিত এ সকল লেভেল ক্রসিংয়ে সতর্কতায় সিগনাল লাইট, গেইট ও গেইটম্যান রয়েছে। কিন্ত অনুমোদনবিহীন ৫১টিতে সতর্কতার একটি লেখা ছাড়া আর কিছুই নেই lফলে এসব ক্রসিং পারাপারের সময় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। স্থানীয়দের অভিযোগ বারবার কর্তৃপক্ষকে জানিয়েও মিলছে না সমাধান।

এদিকে বাংলাদেশ রেলওয়ে(পথ), ফেনী ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী মোঃ রশীদ আহম্মদ জাহাঙ্গীরের দৃষ্টি আকর্ষণ করলে তিনি জানালেন, অবৈধ এসব লেভেল ক্রসিং বৈধ করতে এলজিইডি তাদের লিখিতভাবে না জানালে কিছুই করার নেই।যস্থানীয় সরকার প্রকৌশলের চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মীর ইলিয়াছ মোর্শেদ সমস্যা সমাধানে রেলওয়ে কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হবে বলে আশ্বাস দিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন