News71.com
 Bangladesh
 13 Feb 16, 02:03 AM
 962           
 0
 13 Feb 16, 02:03 AM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিদ্যার দেবী শ্রী শ্রী স্বরস্বতী পূজা উদযাপিত।।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিদ্যার দেবী শ্রী শ্রী স্বরস্বতী পূজা উদযাপিত।।

জাবি সংবাদদাতা : ওঁ তৎ সৎ, শ্রী শ্রী সরস্বত্যৈ নমঃ।" ন হি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে - পৃথিবীতে জ্ঞানের ন্যায় পবিত্র আর কিছু নেই"। এ বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিদ্যার দেবী সরস্বতীর পূজা অর্চনার আয়োজন করা হয়েছে। জাবির কেন্দ্রীয় মন্দিরে সনাতন বিদ্যার্থী সংসদ জাবি শাখার সহায়তায় কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটি বড় পরিসরে সরস্বতী পূজার আয়োজন করে। এছাড়াও শহীদ সালাম-বরকত ,আলবেরুণী হল সহ কয়েকটি হল জ্ঞানের দেবী সরস্বতীর পূজা অর্চনার আয়োজন করে। ডিপার্টমেন্টের উদ্যোগেও সরস্বতী দেবীর বাণী বন্দনার আয়োজন করে জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগ,ফার্মেসী বিভাগ,পদার্থ বিজ্ঞান বিভাগ,রসায়ন বিভাগ । সকাল ৯.টায় পুরোহিত মহাশয়ের মন্ত্রোউচ্চারণ ও কাস-ঘন্টা এবং উলুধ্বনির মধ্য দিয়ে জ্ঞানের দেবী সরস্বতীর পূজা অর্চনার শুভ সূচনা করা হয়। এরপর ধর্মীয় শাস্ত্র অনুসারে পূজা অর্চনার যাতবীয় কাজ সম্পাদন করা হয়।মায়ের ভক্তরা উপোস থেকে দেবীকে সন্তুষ্ট করার জন্য পূজা অর্চনায় অংশগ্রহণ করে। এ পূজা অর্চনায় অনেক শিশু বিদ্যাশিক্ষায় হাতে খড়ি নিয়ে থাকেন। মূলত জ্ঞান অর্জনের জন্য দেবী সরস্বতীর আর্শীবাদ লাভের আশাতেই সনাতন ছাত্র-ছাত্রীবৃন্দ দেবী পূজা আরতি করে থাকে। পূজা শেষে ফল -প্রসাদ বিতরণ করা হয় । ঋতুরাজ বসন্তের প্রথম দিন এবং সরস্বতী পূজাকে সামনে রেখে ক্যাম্পাসে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন