News71.com
 Bangladesh
 13 Feb 16, 02:45 AM
 1014           
 0
 13 Feb 16, 02:45 AM

মেঘনা নদী থেকে পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধার

মেঘনা নদী থেকে পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধার

নিউজ ডেস্ক : গতকাল ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীতে নৌকাডুবিতে পুলিশের খোয়া যাওয়া অস্ত্র দুটি আজ উদ্ধার হয়েছে। দুপুর ১টার দিকে আশুগঞ্জ উপজেলার তাজপুর এলাকা থেকে অস্ত্র দুটি উদ্ধার করা হয়। দুপুরে মেঘনা নদীর তাজপুর এলাকা থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল পুলিশের খোয়া যাওয়া দুটি অস্ত্র উদ্ধার করেছে।

উল্লেখ্য গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে আশুগঞ্জ উপজেলার মেঘনা নদীর তাজপুর এলাকায় টহল পুলিশের একটি ট্রলারের সঙ্গে অপর একটি তেলবাহী ট্রলারের ধাক্কা লাগে। এতে পুলিশের ট্রলারটি গভীর জলে ডুবে যায়। এ সময় পুলিশ সদস্যরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও তাদের দুটি অস্ত্র খোয়া যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন