News71.com
 Bangladesh
 13 Feb 16, 04:39 AM
 1005           
 0
 13 Feb 16, 04:39 AM

আওয়ামিলীগের যেকোন পদের যোগ্য লোকই ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন ।। যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ

আওয়ামিলীগের যেকোন পদের যোগ্য লোকই ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন ।। যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ

নিউজ ডেস্ক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী হতে আওয়ামী লীগ থেকে কোনও বিধিনিষেধ আরোপ করা হয়নি। দলের যেকোন যোগ্য নেতা, কর্মী বা সমর্থকও প্রার্থী হতে পারবেন। তিনি বলেন,‘একটি মহল থেকে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, দলের সংশ্লিষ্ট ইউনিয়ন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকরা আসন্ন ইউপি নির্বাচনের প্রার্থী হতে পারবেন না। এটি সম্পূর্ণ ভিত্তিহীন। কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার বিষয়ে এমন কোনও বিধিনিষেধ আরোপ করা হয়নি। কেবল মাত্র পৌরসভা নির্বাচনে যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন, তারা ছাড়া যোগ্যদের যে কেউ এই নির্বাচনের প্রার্থী হতে পারবেন।’ মোহাম্মদ হানিফ গতকাল শুক্রবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদক মণ্ডলীর বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এ সকল কথা বলেন। মাহবুবউল আলম হানিফ আরও বলেন, ইতোমধ্যেই কেন্দ্র থেকে ২২ মার্চ অনুষ্ঠেয় ৭৫২টি ইউনিয়ন পরিষদের দলীয় চেয়ারম্যান প্রার্থীদের নামের তালিকা পাঠানোর জন্য সংশ্লিষ্ট জেলা কমিটিগুলোকে বলা হয়েছে। ১৫ ফেব্রুয়ারির মধ্যে এসব নামের তালিকা পাঠাতে হবে। এরপর কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের বৈঠকে চূড়ান্ত প্রার্থী মনোনয়ন দেওয়া হবে। এর আগে আওয়ামিলীগের সভাপতিমণ্ডলীর সদস্য সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্পাদকমণ্ডলীর বৈঠকে ইউপি নির্বাচনে দলীয় প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আফম বাহাউদ্দিন নাছিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, উপ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস প্রমুখে।।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন