News71.com
 Bangladesh
 14 Feb 16, 01:04 AM
 1057           
 0
 14 Feb 16, 01:04 AM

হিলি সীমান্তে বিদেশি পিস্তল, গুলি-রুপিসহ ৭ জন আটক।।

হিলি সীমান্তে বিদেশি পিস্তল, গুলি-রুপিসহ ৭ জন আটক।।

নিউজ ডেস্ক : হিলি সীমান্তে পৃথক অভিযান চালিয়ে জাপান ও বুলগেরিয়ার তৈরি ৩টি পিস্তল, ৩ রাউন্ড তাজা গুলি, ১টি ম্যাগজিন, ২০টি জিহাদি বই, ১টি বোমা বানানোর বইসহ সাতজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়া তাদের কাছ থেকে ১ লাখ ভারতীয় রুপিও পাওয়া গেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, অস্ত্র ব্যাবসায়ী ও হোটেল মালিক এবং হোটেল কর্মচারী তারা। শনিবার থেকে আজ রবিবার পর্যন্ত অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয় বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে। আটকরা হলেন, বাবুল মিয়া (৪৩), লোকমান হোসেন বেলাল (৫৫) ও তার ছেলে রাজু আহম্মেদ, জাহিদ (৩২) এছাড়াও হোটেলের তিনজন কর্মচারীকে আটক করা হয়। সে তিনজনের নাম-পরিচয় জানা যায়নি। বিজিবি জয়পুরহাট-৩ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক ক্যাপ্টেন এম আশরাফ আলী তথ্যগুলো জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন