News71.com
 Bangladesh
 14 Feb 16, 02:04 AM
 1135           
 0
 14 Feb 16, 02:04 AM

সুন্দরবনের আউটস্ট্যান্ডিং ইউনিভার্সেল ভ্যালুস রক্ষায় সরকারের পদক্ষেপ পরিদর্শনে আসছে ইউনেস্কোর প্রতিনিধিদল ।।

সুন্দরবনের আউটস্ট্যান্ডিং ইউনিভার্সেল ভ্যালুস রক্ষায় সরকারের পদক্ষেপ পরিদর্শনে আসছে ইউনেস্কোর প্রতিনিধিদল ।।

নিউজ ডেস্ক : জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কোর একটি প্রতিনিধিদল মার্চে বাংলাদেশে আসছে। তেল ও কয়লাবাহী জাহাজডুবির পাশাপাশি রামপাল প্রকল্পের কারণে সুন্দরবনের পরিবেশগত ঝুঁকি মোকাবিলায় সরকারের পদক্ষেপ জানতেই মুলত দলটি বাংলাদেশে আসছে। সফররত দলটি বাংলাদেশের তিন মন্ত্রণালয়ের পাশাপাশি সুন্দরবনসংলগ্ন এলাকাবাসী, নাগরিক সমাজের প্রতিনিধি, গণমাধ্যম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করবে।

মূলত সুন্দরবনের আউটস্ট্যান্ডিং ইউনিভার্সেল ভ্যালুস রক্ষায় সরকারের ম্যানেজমেন্ট পরিকল্পনা কী, তেল ও কয়লা জাহাজডুবির ঘটনায় কোনো ক্ষতি হচ্ছে কিনা এবং রামপালে বিদ্যুৎকেন্দ্র নিয়ে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় সরকারের প্রস্তুতিই বা কতটা তা দেখতেই উচ্চ ক্ষমতাসম্পন্ন এ দলটি বাংলাদেশ আসবেন।

চলতি বছরের মার্চ মাসের সুবিধাজনক সময়ে এক সপ্তাহের জন্য বিশেষজ্ঞ দলটি বাংলাদেশে আসবে বলে জানাগেছে। প্রতিনিধিদলে সিঙ্গাপুর, কানাডা ও জেনেভার বিশেষজ্ঞরা থাকবেন। আইইউসিএন-এর একটি প্রতিনিধিদলও তাদের সঙ্গে থাকবে। উল্লেখ্য ১৯৯৭ সালে বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনকে 'বিশ্ব ঐতিহ্য'র তালিকাভুক্ত করে ইউনেস্কো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন